Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রদেয় সেবা

সেবা প্রাপ্তির জন্য করণীয়

সেবা প্রদানকারীর করনীয়

 কার্য সম্পাদনের সময়সীমা

বিনামূল্যে বই বিতরন

নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সন্তানকে ভর্তি করতে হবে।

উপজেলা শিক্ষা আফিসার চাহিদা ও প্রাপ্যতানুযায়ী নির্ধারিত সময়ে বই বিতরন নিশ্চিত করবেন

ডিসেম্বরের শেষ সপ্তাহ

এস.এম.সি ও পি.টি.এ গঠন/পুনর্গঠন

প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হবে।

নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কমিটি গঠন করতে হবে।

কমিটির মেয়াদ শেষ হবার তিন মাস পূর্বে উদ্যোগ গ্রহন করতে হবে।

উপবৃত্তির তালিকা প্রনয়ন

নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সন্তানকে ভর্তি করতে হবে।

যথাযথ তালিকা তৈরীকরে এসংক্রান্ত নীতিমালা অনুযায়ী উপবৃত্তি প্রদান করতে হবে।

প্রতি বছর মার্চ মাসে।

টাইম স্কেলের আবেদন নিষ্পত্তি

আবেদনের সাথে বিগত তিন বছরের এ.সি.আর ও সার্ভিস বুক জমা দিতে হবে।

ডি.পি.সি এর সুপারিশ সহ জেপ্রাশিঅ এর নিকট প্রেরন এবং আবেদনকারীকে অবহিত করতে হবে।

ত্রিশ কার্যদিবসের মধ্যে

দক্ষতা সীমার আবেদন 

আবেদনের সাথে বিগত তিন বছরের এ.সি.আর ও সার্ভিস বুক জমা দিতে হবে।

জেপ্রাশিঅ এর বরাবরে আবেদন অগ্রায়ন এবং আবেদনকারীকে অবহিত করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে

 

বিদেশ ভ্রমন/ গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উশিঅ এর দপ্তরে লিখিত আবেদন করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরন এবং আবেদনকারীকে অবহিত করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে

 

নৈমিত্তিক ছুটি ব্যতিত বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উশিঅ এর দপ্তরে লিখিত আবেদন করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রেরন এবং আবেদনকারীকে অবহিত করতে হবে।

পাঁচ কার্যদিবসের মধ্যে

 

শিক্ষকদের বদলী আবেদন নিষ্পত্তি (উপজেলার মধ্যে)

উশিঅ বরাবরে এ সংক্রান্ত নীতিমালা অনুসারে আবেদন করতে হবে।

প্রযোজ্য ক্ষেত্রে বদলীর ব্যবস্থা গ্রহন। কিন্তু বিদ্যমান নীতিমালা অনুসারে তা সম্ভব না হলে তা আবেদনকারীকে অবহিত করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে

শিক্ষকদের বদলী আবেদন নিষ্পত্তি (উপজেলার বাইরে)

নিম্নোক্ত কাগজ পত্র সহ আবেদন করতে হবে: ১.চাকুরির খতিয়ান বহির প্রথম পাঁচ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি ২. নিয়োগ পত্রের সত্যায়িত অনুলিপি ৩. প্রথম যোগদানের কপি। ৪. নিকাহনামা প্রমান

সাত কার্যদিবসের মধ্যে জেপ্রাশিঅ বরাবরে প্রস্তাব (পক্ষে/ বিপক্ষে) প্রেরন এবং আবেদনকারীকে অবহিত করতে হবে।

সাত কার্যদিবসের মধ্যে

বার্ষিক গোপনীয় প্রতিবেদন পূরন

 

 ৩১ শে জানুয়ারির মধ্যে যথাযথভাবে নির্ধারিত ফরম পূরন করে উশিঅ এর নিকট উপস্থাপন করতে হবে।

২৮ শে ফেব্রুয়ারির মধ্যে পূরণকৃত ফরম অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এর নিকট প্রেরন নিশ্চিত করবেন।

২৮ শে ফেব্রুয়ারি

তথ্য প্রদান/ সরবরাহ

অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানা সহ সুস্পষ্ট কারন উল্লেখ করে আবেদন করতে হবে।

৬ নং কলামে বর্নিত সময়ের মধ্যে প্রদান যোগ্য তখ্য প্রদান। তবে নিজ একাতিয়ারাধীন বিষয় না হলে যথাস্থানে আবেদনের পরামর্শ প্রদান করতে হবে।

সম্ভব হলে তাৎক্ষনিক, না হলে সর্বোচ্চ ২ কার্যদিবস